Site icon Jamuna Television

১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুবাই এয়ার শো তে অংশ নিতে ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের এই সফরে যৌথ ইপিজেড নির্মাণসহ বিভিন্ন ইস্যুতে তিনটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এবারের সফরে আমিরাতে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র দেয়ার কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর ফলে বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া দূতাবাসের নিজস্ব ভবন তৈরির কাজের সূচনা করবেন তিনি।

সংবাদ সম্মেলনে ডক্টর মোমেন আরো জানান, আসছে ২২ নভেম্বর বাংলাদেশ-ভারত টেস্ট ক্রিকেট ম্যাচ দেখতে রাস্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক ঘন্টার সফর শেষে সেদিনই কলকাতা থেকে ঢাকা ফিরবেন শেখ হাসিনা।

Exit mobile version