Site icon Jamuna Television

প্রথম শ্রেণির ছাত্রী‌কে যৌন নির্যাতন, গ্রেফতার ১

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী ফরাজীকান্দা গ্রামে ৭ বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযো‌গে ছিদ্দিক চকিদার (৫৫) কে গ্রেফতার করে‌ছে কলাপাড়া থানা পুলিশ।

শিক্ষার্থীর পিতা বুধবার সন্ধ্যায় কলাপাড়া থানায় অভিযোগ দিলে নিজ বাড়ি থে‌কে গভীর রা‌তে ছিদ্দিক চকিদার‌কে গ্রেফতার করা হয়। নির্যাতনের শিকার শিশুটি টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাধঘাট নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

কলাপাড়া থানা পুলিশ জানায়, বুধবার বিকালে শিশুটি স্থানীয় শিশুদের সাথে খেলা করছিল। এসময় প্রতিবেশি ছিদ্দিক চকিদার তাকে ডে‌কে বাড়ির পিছনের খালের পাড়ে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। এব্যপা‌রে মামলা দা‌য়ে‌রের পর গভীররা‌তে সি‌দ্দিক‌কে গ্রেফতার করা হয়।

পু‌লিশ আ‌রো জানায়, বৃহস্পতিবার দুপু‌রে ছিদ্দিক চকিদারকে আদালতের মাধ্য‌মে পটুয়াখালী কারাগা‌রে পাঠানা হয়ে‌ছে।

Exit mobile version