Site icon Jamuna Television

সুষ্ঠু পরিবেশ না ফেরা পর্যন্ত ক্লাসে না: বুয়েট শিক্ষার্থীরা

ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ না ফেরা পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন তারা।

বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের গাফিলতির কারণেই আবরার ফাহাদ হত্যার তদন্ত প্রতিবেদন দেয়া হচ্ছে না বলে দাবি করেন আন্দোলনকারীরা। হত্যা মামলার চার্জশিটে তালিকাভুক্তদের স্থায়ী বহিষ্কার, র‍্যাগিংয়ে জড়িতদের বিচার এবং ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করলে পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলেও জানান আন্দোলনকারীরা।

Exit mobile version