Site icon Jamuna Television

সাফ ফুটবল: ফাইনালের আগে ভারতকে হারালো বাংলাদেশ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। এই জয়ের ফলে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠলো বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো স্বাগতিকদের। ৩১ মিনিটে মনিকার কর্নার থেকে আনুচিং এর গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন শামসুন্নাহার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো গোল করে বাংলাদেশের মেয়েরা। এবার স্কোর শিটে নাম লেখান মনিকা। এরপর ভারত আর ম্যাচে ফিরতে না পারায় ৩-০ জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এই দুই দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।

আগের দুই ম্যাচে ১৩ গোল করা ভারত প্রতিযোগিতায় এই প্রথম গোল হজমের সঙ্গে প্রথম হারের স্বাদও পেল। অন্যদিকে নিজেদের জাল অক্ষত রেখে প্রতিপক্ষের জালে তিন ম্যাচে মোট ১২টি গোল করল বাংলাদেশ।

Exit mobile version