Site icon Jamuna Television

অফিসে বসেই মাদক সেবন সরকারি কর্মকর্তার, ভিডিও ভাইরাল!

ময়মনসিংহে অফিসে বসেই সরকারি কর্মকর্তার মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে ওই কর্মকর্তার নাম সমীর কুমার চক্রবর্তী। তিনি ফুলপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক।

ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে, ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে এসএ শাখায় সংযুক্ত করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত সমীর চক্রবর্তী সরকারি অফিসে বসেই মাদক গ্রহণ করছেন। অন্য একজন তাকে সহযোগিতা করছেন। তবে তার পরিচয় পাওয়া যায় নি।

তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে সমীর চক্রবর্তীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

Exit mobile version