Site icon Jamuna Television

১৫০ রানে বাংলাদেশ গুটিয়ে প্রথম দিনেই নিয়ন্ত্রণে ভারত

ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিকদের বোলিং তোপে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকের দল। জবাবে, রোহিত শর্মার উইকেট হারিয়ে দিন শেষে ভারতের সংগ্রহ ৮৬ রান।

ক্যাচ মিসের মহড়ার মাঝেও মাত্র ৫৮ ওভার ৩ বল টিকতে পারে বাংলাদেশ। দলীয় ১২ রানে উমেশ যাদাভের শিকার হন ইমরুল। পরের ওভারে সাদমান ইসলামকে ফেরান ইশান্ত শর্মা। থিতু হতে পারেননি মোহাম্মদ মিঠুন। তবে ৪র্থ উইকেটে মুশফিককে সাথে নিয়ে ৬৮ রান যোগ করেন অধিনায়ক মুমিনুল। তবে দ্বিতীয় সেশনে রবিচন্দন অশ্বিনের বলে বাজেভাবে বোল্ড হন মুমিনুল, ব্যক্তিগত ৩৭ রানে। মাহমুদউল্লাহও সাজঘরে ফেরেন সেই অশ্বিনের বলে বোকা বনে। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করা মুশফিককে ফেরান শামি। চা বিরতির পরই মুমিনুল হকের দলকে থামতে হয় ১৫০ রানে। শামি ৩ আর ইশান্ত শর্মা, ইয়াদভ ও অশ্বিন নেন দুটি করে উইকেট। বল হাতে অবশ্য শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। রোহিত শর্মাকে ৬ রানে ফেরান আবু জায়েদ রাহি। তবে পুজারা ৪৩ আর আগারওয়াল অপরাজিত আছেন ৩৭ রানে।

Exit mobile version