Site icon Jamuna Television

গাজা উপত্যকায় অস্ত্রবিরতি লঙ্ঘন করলো ইসরায়েল

গাজা উপত্যকায় অস্ত্রবিরতি লঙ্ঘন করলো ইসরায়েল। শুক্রবার প্রথম প্রহর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড লক্ষ্য করে চালানো হচ্ছে রকেট হামলা।

ইসরায়েলি সেনাবাহিনীর গেলো দু’দিনের আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। নিহতদের তালিকায় একই পরিবারের ৮ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে তাদের যানাজা’য় অংশ নেন কয়েক হাজার মানুষ। উপত্যকায় ইহুদি সেনাদের আগ্রাসনে আহত হয়েছেন কমপক্ষে ১০০ মানুষ। তেল আবিবের দাবি, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সাথে সহিংসতায় গুরুতর আহত ৬৩ সেনা নিচ্ছেন চিকিৎসা।

এর আগে, মিসরের মধ্যস্থতায় অস্ত্রবিরতির ব্যপারে সমর্থন জানায় উভয়পক্ষ। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনি সংগঠন ‘ইসলামিক জিহাদ’-এর ৩ শীর্ষ নেতার প্রাণহানির পরই, শুরু হয় সংঘাত।

Exit mobile version