Site icon Jamuna Television

সৌদি থেকে ফিরলেন নির্যাতিত সুমিসহ ৮৭ জন

সব হারিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন দুই নারীসহ আরো ৮৭ জন। সকালে ঢাকায় পৌছান সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমি আক্তার। এর আগে রাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছান আরো ৮৬ নির্যাতিত শ্রমিক।

ফেরত আসা শ্রমিকরা জানান, সর্বস্ব বিক্রি করে, ঋণ করে সুখের আশায় বিদেশ গেলেও ফিরতে হয়েছে শুন্যে হাতে। সৌদি পুলিশের হাতে ধরা পড়ে কারাভোগ করেছেন বেশিরভাগ শ্রমিক। দালালদের খপ্পরে পড়ে খুইয়েছেন সর্বস্ব।

বাংলাদেশ দূতাবাস থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন ফিরে আসা শ্রমিকরা। রাতের ফ্লাইটে পুরুষদের সঙ্গে দেশে ফেরেন এক নারী শ্রমিকও। তিনি জানান, চরম নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন দেশে চলে আসতে। প্রায় সব নারী শ্রমিকের একই পরিণতি বলে জানান তিনি।

Exit mobile version