Site icon Jamuna Television

ঘড়ির দাম ২৬৪ কোটি টাকা

সুইজারল্যান্ডের কোম্পানি প্যাটেক ফিলিপের তৈরি একটি হাতঘড়ি বিক্রি হয়েছে রেকর্ড দামে। জেনেভায় এক নিলামে তাদের গ্র্যান্ডমাস্টার চাইম ৬৩০০এ-০১০ মডেলের ঘড়িটি ৩ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁয় বিক্রি হয়।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬৪ কোটি টাকা। এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া হাতঘড়ির রেকর্ড এটিই। ফোর সিজনস হোটেলে গত শনিবার ঘড়িটি নিলামে তোলে নিলামকারী সংস্থা ক্রিস্টি।

নিলামে উঠানোর পাঁচ মিনিটের মধ্যেই টেলিফোনে অংশ নেয়া এক ব্যক্তি সেটি কিনে নেন। ক্রিস্টির পক্ষ থেকে ক্রেতার নাম জানানো হয়নি। ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্যাটেক ফিলিপ বলছে, দাতব্য নিলামের জন্যই তারা বিশেষভাবে ঘড়িটি তৈরি করে।

অনন্য স্টেইনলেস স্টিলে তৈরি এই ঘড়িতে রয়েছে দুটি ডায়াল। একটি রোজ গোল্ড, অপরটি কালো। রয়েছে অ্যাকস্টিক অ্যালার্ম ও ডেট রিপিটার। এছাড়া ধুলা ও আর্র্দ্রতা প্রতিরোধের ক্ষমতা রয়েছে এই হাতঘড়ির। নিলামে পাওয়া অর্থ গবেষণায় ব্যয় করা হবে বলে জানিয়েছে প্যাটেক ফিলিপ। দ্য গার্ডিয়ান।

Exit mobile version