Site icon Jamuna Television

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করে স্কুলছাত্রীকে ধর্ষণ

বরিশাল ব্যুরো

বরিশালের উজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকার ওমর খানের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করছে পুলিশ। এরা হলো ব‌রিশা‌লের আ‌গৈলঝাড়া উপ‌জেলার পয়সারহাট এলাকার আয়নাল বয়াতীর ছে‌লে নুরুল ইসলাম বয়াতী (২০) ও গোপালগঞ্জ জেলার কোটা‌লিপাড়া কালারবা‌ড়ি এলাকার আলী আকবরের ছে‌লে ত‌রিকুল ইসলাম (১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আজ শুক্রবার উজিরপুর থানায় মামলা করছেন ধর্ষণের শিকার ওই ছাত্রী।

উ‌জিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, সাতলার প‌টিবা‌ড়ি এলাকার কুড়া‌লিয়া মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে কু প্রস্তাব দি‌য়ে আস‌ছি‌ল ওমর খানের মাছের ঘে‌রের কর্মচারী নুরুল ইসলাম ও ত‌রিকুল। মাছের ঘেরটি ওই ছাত্রীর বাড়ির পাশেই অবস্থিত। কু ‌প্রস্তাবে রা‌জি না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকায় চাচার বা‌ড়ি থে‌কে নিজ বা‌ড়ি‌তে ফেরার পথে তাকে অপহরণ করে। পরে তাকে মাছের ঘেরে নিয়ে ধর্ষণ করে নুরুল ও তরিকুল।

এ‌দিকে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ঘেরের পানি থেকে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে। এসময় স্থানীয়রা ওই ২ বখাটেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ক‌রে।

Exit mobile version