Site icon Jamuna Television

নিখোঁজের দুই দিন পর ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নয়ন ফরিদপুর মেডিকেলের ৫ম বর্ষের ছাত্র। তার বাড়ি ফেনীর দাগনভূঞার ফাজিলপুরে।

শহরের বাইপাস সড়কের একটি স’মিলে নয়নের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ক্যাম্পাস থেকে ৫ কিলোমিটার দূরের ওই স’মিল থেকে নয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সহপাঠিরা জানায়, সার্জন হতে চেয়েছিলো নয়ন। কিন্তু হাতের একটি আঙ্গুলের সমস্যা থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

Exit mobile version