Site icon Jamuna Television

রাবি শিক্ষার্থীকে পেটানোর প্রতিবাদে সড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরারকে পেটানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় তারা।

এসময় তারা হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহত সোহরাবের চিকিৎসা ব্যয় বহন ও এখন পর্যন্ত সকল নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে।

উল্লেখ্য, গতরাতে ল্যাপটপ চুরির অভিযোগে তৃতীয় বর্ষের ছাত্র সোহরারকে পিটিয়ে জখম করে ছাত্রলীগ কর্মী আসিফ ও হুমায়ুন।

Exit mobile version