Site icon Jamuna Television

গোডাউনে মিললো ১৬০০ কেজি পিয়াজ, সিলগালা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৬০০ কেজি (৪০ বস্তা) পিয়াজ জব্ধ করার পর একটি গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৮ টার দিকে পৌর শহরের গেঞ্জি হাটা রোডের ব্যবসায়ী মাইন উদ্দিন তার গোডাউনে নিয়ম বহির্ভূতভাবে পিয়াজ মজুদ রাখায় ওই গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।

এদিকে কার্তিক চন্দ্র সাহা নামে এক ব্যবসায়ীর পাইকারি দোকানে বেশি দামে পিয়াজ বিক্রি করায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, মাইন উদ্দিন ক্রয় রশিদ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পিয়াজ মজুদ রাখায় ১৬০০ কেজি পিয়াজ জব্ধ করাসহ তার গোডাউনটি সিলগালা করা হয়েছে। এছাড়া বেশি দামে পিয়াজ বিক্রি করায় অপর এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

Exit mobile version