Site icon Jamuna Television

রাজধানীর একটি ভাড়া বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর বনশ্রীর একটি ভাড়া বাসা থেকে বাংলা ট্রিবিউনের সহ-সম্পাদক মনসুর আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা না অন্য কিছু তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সিআইডি।

গতকাল সন্ধ্যায় বাইরে থেকে কল দিয়ে সাড়া না পেয়ে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। সকালে গৃহপরিচারিকা এসে ডাকাডাকি করে সাড়া নে পেয়ে সে ফেরত চলে যায়।

নিহত মনসুর সারাবাংলা ডট নেটের সাংবাদিক মনজিৎ মিত্রসহ ওই বাসায় ভাড়া থাকতো। শুক্রবার রাতে মনজিৎ বাসায় ছিলেন না। সেদিনই রাত ১২টার পর অফিস থেকে ফেরার পর মনসুরের সাথে আর কারও যোগাযোগ হয়নি। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সহ-সম্পাদক পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়।

Exit mobile version