Site icon Jamuna Television

আজ থেকে শুরু প্রাথমিক ও ইবতেদিয়া শিক্ষা সমাপনী পরীক্ষা

আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদিয়া শিক্ষা সমাপনী পরীক্ষা-পিইসি। ছোটদের বড় পরীক্ষা ঘিরে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সমাপনী পরীক্ষা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

এবছর সমাপনী পরীক্ষায় অংশ নেবে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন।এর মধ্যে প্রাথমিকে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল এবং ইবতেদায়ীতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সাল থেকে।

Exit mobile version