Site icon Jamuna Television

রাবি শিক্ষার্থী সোহরাবকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাব হোসেনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি রিফাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রাতে ছাত্রলীগের দুই কর্মীসহ তিনজনকে আসামি করে মতিহার থানায় একটি হত্যাচেষ্টার মামলা করে সোহরাব।

আসামিরা হলেন, ছাত্রলীগ কর্মী আসিফ, হুমায়ুন কবীর নাগিদ ও আকিমুল ইসলাম রিফাত। এরমধ্যে রিফাতকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই জনকে ধরতে পুলিশি অভিযান চলছে।

শুক্রবার রাতে তৃতীয় বর্ষের ছাত্র সোহরারকে হল থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করে ছাত্রলীগ কর্মী আসিফ ও হুমায়ুন।

প্রতিবাদে গতকাল মিছিল এবং ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ।

Exit mobile version