Site icon Jamuna Television

চট্টগ্রামে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ, নিহত ৭

চট্টগ্রামে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে নিহত হয়েছে ৭ জন। এসময় দগ্ধ হয়েছে আরও অন্তত ১৩ জন।

রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গুরুতর দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসক। অন্য ১৩ জন হাসপাতালে ভর্তি আছেন।

Exit mobile version