Site icon Jamuna Television

নুডুলস খাওয়া নিয়ে পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে চীনা শ্রমিক নিহত

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর পায়রা ১৩২০মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাং লিউ জুন (৩৫) নামে এক চীনা শ্রমি‌ক নিহত হয়েছেন। শনিবার রাতে সহকর্মী চীনা নাগরিক সং জিয়াং (৩০)এর ছু‌রিকাঘা‌তে সে মারা গেছে ব‌লে পটুয়াখালী কলাপাড়া থানার ও‌সি মোঃ ম‌নির হো‌সেন নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ ঘটনায় অভিযুক্ত চীনা শ্রমিককে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ‌(ও‌সি)মোঃ ম‌নির হো‌সেন জানান, নুডুলস খাওয়াকে কেন্দ্র করে পায়রা তাপবিদুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিস্ট হাসপাতাল মর্গে পাঠা‌নো হয়েছে। ‌তি‌নি জানান, এঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

Exit mobile version