Site icon Jamuna Television

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে সিদ্ধান্ত নেবেন হাইকোর্ট

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে সিদ্ধান্ত নেবেন হাইকোর্ট।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে রিটের ওপর শুনানিগ্রহণের সময় হাইকোর্ট এমন মন্তব্য করেন।

এর আগে সকালে হাইকোর্টে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

পরে রিটটি শুনানির জন্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।

রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মেও রুল জারির নির্দেশনা চাওয়া হয়।

Exit mobile version