Site icon Jamuna Television

এক ম্যাচের জন্য নিষিদ্ধ অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন

ঘরোয়া ক্রিকেটে নিয়ম ভাঙ্গার অপরাধে পেসার জেমস প্যাটিনসনকে আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এরফলে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না ২৯ বছর বয়সী এই পেসার।

শুক্রবার শেফিল্ড শিল্ডে ঘরোয়া ক্রিকেট লিগে মেজাজ হারিয়ে এই শাস্তি পান প্যাটিনসন। প্রতিপক্ষ কুইন্সল্যান্ডের ক্রিকেটার ক্যামেরুন গ্যাননের সঙ্গে বিবাদে জড়ান তিনি। এক পর্যায়ে গ্যাননকে গালিগালাজ করেন জেমস প্যাটিনসন।

এরপর দুই আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচ নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর অপরাধ স্বীকার করে বোর্ডের দেয়া শাস্তি মেনে নিয়েছেন প্যাটিনসন।

Exit mobile version