Site icon Jamuna Television

ডেসকো’র আওতাধীন এলাকায় সব ধরণের ক্যাবল লাইন অপসারণ করা হবে: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)’র আওতাধীন এলাকায় সব ধরণের ক্যাবল লাইন অপসারণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এসময় ঢাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের টাওয়ারগুলো অপসারণ করে ভুগর্ভস্থ লাইন নির্মাণে বিতরণ সংস্থাগুলোকে উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

আজ রোববার সকালে রাজধানীর আফতাবনগরে নতুন দুটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন।

এ উপকেন্দ্রটি চালু হওয়ায় বাড্ডা, আফতাবনগর, বারিধারাসহ আশ পাশের এলাকার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম হবে। অতি দ্রুতই পূর্বাচলে উপকেন্দ্র চালু করা হবে বলেও জানান নসরুল হামিদ।

পূর্বের তুলনায় অনেক বেশি গ্রাহক বান্ধব কোম্পানি হওয়ায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকোর কাজের প্রশংসা করেন মন্ত্রী।

Exit mobile version