Site icon Jamuna Television

ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে গোলাগুলিতে দুই ব্যক্তি নিহতের দাবি করেছে বিজিবি।

ভোরে তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্তে ১০-১২ জনের একটি দলকে থামতে বলে বিজিবির টহলদল। এসময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে দলটি। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে পালিয়ে যায় দলটি।

ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা এবং অস্ত্রসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী।

Exit mobile version