Site icon Jamuna Television

পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানেন খাদ্যমন্ত্রী

পেঁয়াজ ছাড়া রান্না উৎসাহ দিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমি পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানি। খাদ্যভবনে চালকল মালিকদের সাথে এক বৈঠকে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় খাদ্যমন্ত্রী চালের দাম কমাতে নির্দেশ দেন। বৈঠকে চালকল মালিক পেঁয়াজের দাম কমানোর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, পেঁয়াজ না খেলে কী হয়? মালিকরা উত্তর বলে, পেয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে। তখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র বলেন, পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারবো।

সভার উপস্থিত সবাই তখন মন্ত্রীর ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রী হাস্যরস করে তার বাসায় আসতে বলেন। অনুষ্ঠানে পেঁয়াজের দাম কেলেংকারীর মতো চালের দামে যাতে কোনো কেলেংকারি না হয়ে সে নির্দেশ দেন চালকল মালিকদের প্রতি।

Exit mobile version