Site icon Jamuna Television

ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগদি গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে ক্যাবল চুরি করতে গিয়ে রুবেল (৩২) নামে এক যুবক ও উপজেলার চরসিন্দুরের সুলতানপুর গ্রামে পানির বৈদ্যুতিক মটরের তাঁর ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন (২৮) নামে অপর এক যুবক নিহত হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, রোববার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার বাগদী নামক স্থানে পল্লী বিদ্যুৎ -১ এর উপ-কেন্দ্রে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল নামে এক যুবক নিহত হয়। নিহত রুবেল ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পলাশ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

এছাড়া একই দিনে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি নার্সারিতে মটর দিয়ে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তাঁর ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন নামে অপর এক যুবক নিহত হয়। রবিন ওই এলাকার আলম মিয়ার ছেলে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version