Site icon Jamuna Television

কলমাকান্দায় মিশনে আগুন: ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সীমান্তবর্তী বালুচড়া খ্রিস্টান মিশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, রোববার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বালুচড়া মিশনটিতে আগুন লেগে যায়।

এতে মিশনের ফাদার যোসেফের ঘরসহ ওয়াশরুম ২টি স্টাডিরুম, ১টি স্টোর রুম, ২টি অফিস রুমের যাবতীয় আসবাব এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরে এলাকাবাসীসহ উপস্থিত জনতা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

ইউএনও জাকির হোসেন আরো জানান, ক্ষয়-ক্ষতির বিবরণ উল্লেখ করে সহায়তার জন্য জেলা প্রশাসনে প্রতিবেদন পাঠানো হবে।

Exit mobile version