Site icon Jamuna Television

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘কথিত’ বন্দুকযুদ্ধে বাদশা হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বাদশা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা।

রাত দুইটার দিকে উপজেলার তেতুলিয়া ব্রীজে এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, তেতুলিয়া এলাকায় টহলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। আর্তরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশের দাবি, নিহত বাদশা হোসেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। হরিণাকুণ্ডুসহ বিভিন্ন থানায় দায়ের করা ১০ মামলার আসামি সে।

Exit mobile version