Site icon Jamuna Television

পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যু

রংপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রপচারের সময় পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই দেয়ার পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোগীর স্বজনেরা জানায়, গেল ৫ নভেম্বর সদর উপজেলার ধাপ এলাকায় অবস্থিত রোজ হাসপাতালে প্রসূতি নাছিমা বেগমকে ভর্তি করা হয়। সেখানে সিজারে সন্তান জন্ম দেন নাছিমা। তবে রিলিজের পর পেটে প্রচণ্ড ব্যাথা নিয়ে শনিবার ফের রোজ হাসপাতালে যান নাছিমা। কিন্তু তাকে ভর্তি না করে উল্টো ফেরত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে রংপুর মেডিকেলে ভর্তির পর পুনরায় অস্ত্রোপচার হয় তার। পেট থেকে বের হয় গজ-ব্যান্ডেজ। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান নাছিমা।

তবে প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রাখার বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Exit mobile version