Site icon Jamuna Television

১৬’শ টাকায় তিনটি ডিম!

তিনটি সেদ্ধ ডিমের দাম ১৬৭২ টাকা। দাম শুনেই চক্ষু চড়ক গাছ হবার কথা আর হয়েছেও তাই।

ভারতের আহমেদাবাদে নামকরা হায়াত রিজেন্সি হোটেলে নাস্তা সারতে গিয়ে তিনটি সেদ্ধ ডিমের এই দাম পরিশোধ করেছেন বলিউডের জনপ্রিয় গায়ক শেখর রাভজিয়ানি।

বিল মিটিয়ে তা টুইট করতেই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। টুইটে তিনি লিখেন, ‘তিনটি ডিমের দাম ১৬৭২ টাকা??? এটি একটি গলাকাটা ভোজ।’

ডিমের এই গলাকাটা দাম নিয়ে রসিকতা করতে গিয়ে তিনি Exorbitant শব্দটিকে ব্যঙ্গ করে Eggxorbitant বলেই উল্লেখ করেন টুইটে।

এ টুইটের পর অনেকেই শেখরকে এরকম গলাকাটা দামের জন্য আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, শেখর রাভজিয়ানি বলিউডে বহু জনপ্রিয় গানের জনক। ঝুলিতে রয়েছে, ‘নীরজা’,ঝঙ্কার বিটস, ওম শান্তি ওম, তারা রম পম, সালাম নমস্তে, দশ, ব্লাফমাস্টার, তশন, বাচনা অ্যায় হাসিনো, দোস্তানা, আই হেট লাভ স্টোরিস, অঞ্জানা-অঞ্জানি সহ অসংখ্য ছবি।

Exit mobile version