Site icon Jamuna Television

বাবরি মসজিদ রায় নিয়ে আপিল করবে মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড

অযোধ্যায় রাম মন্দির বা বাবরি মসজিদ সংক্রান্ত ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার জন্য ভারতের সর্বোচ্চ আদালতে আবেদন জানানো হবে। রোববার, মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড জানালো তাদের এই সিদ্ধান্ত।

বিবৃতিতে বলা হয়, একমাসের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা হবে। তারা জানান, বাবরি মসজিদের স্থান ছাড়া বিকল্প জমি গ্রহণ করা হবে না। মুসলিম ল’ বোর্ডের দাবি, অযোধ্যা মামলার পক্ষ ছিল না তারা। তবে, বিভিন্ন পক্ষকে আর্থিক এবং আইনিভাবে সাহায্য করেছে।

চলতি মাসেই, বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একইসাথে, অযোধ্যায় মসজিদ পুর্ননিমার্ণের জন্য ৫ একর জমি দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

আদালতের নির্দেশনা অনুসারে, সেই জমিটি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। কোন পদক্ষেপে উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাবে না তারা।

Exit mobile version