Site icon Jamuna Television

ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা পৌর সদর ওয়ার্ডের কাউন্সিলর বরকত আলী। নিহতরা হচ্ছে বানিয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নাইম (৪), আবুবক্করের ছেলে আবির (৪)।

নিহতদের পরিবার এবং স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে প্রতিবেশী দুই শিশু পুতুল নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। খেলার ছলে একপর্যায়ে শিশুদুটি ডোবায় পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে টাংগাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুদের মৃত ঘোষণা করেন।

Exit mobile version