Site icon Jamuna Television

ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ নুসরাত, মুখ খুলছে না কেউ

ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। খবর আনন্দবাজার পত্রিকা’র।

আনন্দবাজারের বরাতে জানা যায়, একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরাত।

রোববার রাত সাড়ে ন’টার সময় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। এদিকে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের জন্য ফুলবাগান থানায় তাঁর ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছে।

জানা যায়, রোববার নুসরাতের স্বামী নিখিলের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়। সেই পার্টি চলাকালীন সময়েই অসুস্থ হয়ে পড়েন নুসরাত।

নুসরাতের অসুস্থতা নিয়ে কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে তার ঘুমের ওষুধ খাওয়ার কথাও উড়িয়ে দিয়েছে পরিবার।

সোমবার নুসরাতের স্বামী নিখিল আনন্দবাজারকে বলেন, “সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। আজই সন্ধের মধ্যে নুসরত বাড়ি ফিরে যাবে। হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। এখন ভাল আছে নুসরত।”

Exit mobile version