Site icon Jamuna Television

জাকারবার্গের গোপন টিকটক অ্যাকাউন্ট!

গোপন টিকটক অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ! আর সেই অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। অথচ অ্যাকাউন্টটি থেকে কোনো পোস্টই করেননি জাকারবার্গ।

অ্যাকাউন্টটি যে মার্ক জাকারবার্গেরই তা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিক্তিক আন্তর্জাতিক ডিজিটাল মিডিয়া বাজফিড।

বাজফিডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট যে নামে, সে নামেই টিকটকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। @finkd নামের ওই অ্যাকাউন্ট এখনও ভেরিফাই করা হয়নি, তবে এর সঙ্গে জাকারবার্গের ভেরিফায়েড ইনস্টাগ্রামকে লিঙ্ক করা হয়েছে। সেই টিকটক দিয়ে ৬১ জনকে অনুসরণ করছেন মার্ক। তাদের মধ্যে অন্যতম আরিয়ানা গ্রান্ডে ও শাক।

টিকটিকে ব্যবহারকারীরা ছোট ছোট ভিডিও তৈরি করে পোস্ট করতে পারেন। বিভিন্ন দেশে এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হয় টিকটককে। টিকটকে গোপন অ্যাকাউন্ট খুলে কী তবে নজরদারি করছিলেন জাকারবার্গ!

Exit mobile version