Site icon Jamuna Television

ভোট পড়েছে ৬০ থেকে ৬৫ শতাংশ: ইসি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছে ৬০ থেকে ৬৫ শতাংশ। ভোটগ্রহণ শেষে ইসি কমিশনার রফিকুল ইসলাম বলেন, স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা।

এদিকে ভোটগ্রহণ শেষে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ভোটে কোথাও কোনো ঝামেলা হয়নি, ইসি চাইলে যে ভালো ভোট হতে পারে তার উদাহরণ রংপুর নির্বাচন।’

বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গণনা হলে ধানের শীষ বিজয়ী হবে।’

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে চলায় রাজনৈতিক দল ও নির্বাচনী কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন সিইসি। তিনি বলেন, এই নির্বাচনে ডিভিএম কার্যকরভাবে ব্যবহার করা গেছে। তবে জাতীয় নির্বাচনে এটি ব্যবহার সম্ভব হবে না।

যমুনা অনলাইন/এইচকেএফ

 

Exit mobile version