Site icon Jamuna Television

কুড়িগ্রামে নদী রক্ষার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী চাকিরপশার নদী রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে চাকিরপশার নদীর ধারে পাঠানহাট নামক স্থানে চাকিরপশার সুরক্ষা কমিটি রিভারাইন পিপল ও গণকমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। নদী দখলমুক্ত করন,উজানের জলাবন্ধতা নিরসন,জেলে ও সাধারণ মানুষের জন্য নদী উম্মুক্তকরন,নদী খনন,ইজারা বাতিল,সেতু বিহীন সড়কে সেতু স্থাপনের দাবি জানানো হয়।

রেল নৌ ও গণ যোগাযোগ কমিটির রাজারহাট উপজেলা সভাপতিত্বে জাকির হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন, রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, চাকির পশার নদী রক্ষা কমিটির আহ্বায়ক খন্দকার আরিফ,সদস্য সচিব তারেক আহমেদ,সংগঠক গজেন্দ্র নাথ রায়,ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল ওয়াহেদ মাষ্টার,স্থানীয় বাসিন্দা লিপি বেগম,সিরাজুল ইসলাম প্রমুখ।

Exit mobile version