Site icon Jamuna Television

বরিশালে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

বরিশাল ব্যুরো

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দিনমজুর ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় এ রায় দেন জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, মেহেন্দিগঞ্জের লস্করপুর গ্রামের ইকবাল মাহামুদ ও তার বোন জামাতা মাসুদুল ইসলাম মাসুদ। রায় ঘোষণার সময় মাসুদ উপস্থিত থাকলেও পলাতক রয়েছে মাহমুদ।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জাহাঙ্গীর জানান, আসামিদের সাথে ইদ্রিস মাঝির জমিজমা নিয়ে বিরোধ ছিলো। বিরোধের জেরে ২০১৫ সালের ১২ জুন ভোররাতে আসামিরা ইদ্রিস মাঝির ঘরে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা ইদ্রিসকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ইদ্রিসের বোন ছকিনা খাতুন বাদী হয়ে পাঁচজনকে নামধারী ও ৪/৫ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলায় জেলা ডিবি পুলিশের এসআই খলিলুর রহমান ২০১৬ সালের ৮ মে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক ১৮ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে উল্লেখিত রায় ঘোষণা করেন।

Exit mobile version