Site icon Jamuna Television

এলডিপি’র নামে অন্য কারও রাজনীতি করার অধিকার নেই: অলি আহমেদ

এলডিপি’র নামে অন্য কারও রাজনীতি করার অধিকার নেই বলে জানিয়েছেন দলের সভাপতি কর্নেল অলি আহমেদ। বলেছেন কোন ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়নি। বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এরআগে আজ সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন অংশের কমিটি ঘোষণা করা হয়। জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে আবদুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করা হয়েছে।

গত ৯ নভেম্বর রাতে এলডিপি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হন।

তবে ওই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেয়া হয়। গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে তাকে রাখা হয়নি।

দলটির নতুন কমিটি থেকে যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেয়ার পর দলটির ভেতর সংকট তৈরি হয়।

গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী।

এলডিপির নতুন অংশের বেশ কয়েক নেতা খুব শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।

Exit mobile version