Site icon Jamuna Television

দুর্নীতির অভিযোগে আরডিএর হিসাবরক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার পল্ট বরাদ্দে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করেছে দুদক। সোমবার সন্ধ্যায় নগরীর বনলতা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, চন্দ্রিমা আবাসিক এলাকার প্লট বরাদ্দে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে, জালিয়াতির মাধ্যমে অবৈধ সুবিধা নিয়ে বরাদ্দ প্রদানের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দুর্নীতির বিষয় প্রমাণিত হলে দুদকের সহকারী পরিচালক আল আমিন বাদি হয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক পরিচালক তপন চন্দ্র মজুমদারকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় ৩নং এজাহারভুক্ত আসামি রুস্তম আলীকে গ্রেফতারের পর তাকে রাজপাড়া থানা হেফাজতে সোপর্দ করে। আগামীকাল সকালে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Exit mobile version