Site icon Jamuna Television

রাঙ্গামাটির রাজস্থলীতে গোলাগুলিতে নিহত ৩

রাঙ্গামাটির রাজস্থলীতে দু’পক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। সোমবার দুপুরের রাজস্থলীর বালুমোড়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ সুপার আলমগীর কবির। তিনি জানান, ধারণা করা হচ্ছে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি আঞ্চলিক গ্রুপগুলোর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। তারই ধারাবাহিকতায় এটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে সেখানে বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Exit mobile version