Site icon Jamuna Television

রাজধানীতে হিযবুত তাহরীরের ৫ সদস্য আটক

উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরা হলেন কাজী ইবাদুর রহমান তানভীর, মোহাম্মদ নাশিদ কামাল সজিব, জামিউর রহমান খান আকাশ, ইয়াসিন হুসাইন ও জসীমউদ্দীন সাঈদ।

শনিবার রাত ১১টায় উত্তরা সাত নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়ক থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার আবু জাফর জানিয়েছেন।

তিনি বলেন, তাদের কাছে উগ্রবাদী লিফলেট পাওয়া গেছে। গোপনে সদস্য সংগ্রহের লক্ষ্যে এরা লিফলেট বিতরণ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

Exit mobile version