Site icon Jamuna Television

বিএসএমএমইউ’র সাথে চীনের হাসপাতালের সমঝোতা স্মারক সই

চীনের বিখ্যাত ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের সাথে সমঝোতা স্মারক সই করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার বিভাগ। আজ সোমবার এ সমঝোতা স্মারক সই হয়।

এ চুক্তির ফলে এ দেশের চিকিৎসকরা চীনের হাসপাতালে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়া দেশের দরিদ্র হৃদরোগীরাও চীনে গিয়ে চিকিৎসা নিতে পারবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সই করেন ইন্টারন্যাশনাল কো-অপারেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর ডুও লিন ও বিএসএমএমইউর কার্ডিওভাসকুলার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী হাসান।

স্মারক সই অনুষ্ঠানে কার্ডিওভাসকুলার বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Exit mobile version