Site icon Jamuna Television

মিসর থেকে বিমানে পেঁয়াজের প্রথম চালান আসছে আজ

কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আজ দেশে আসার কথা রয়েছে। এ চালানটি আসবে মিসর থেকে।

আমদানির সময় কমাতে বিমানে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনা হচ্ছে। সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লেগে যায়।

দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা সামাল দিতে বিমানে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

এদিকে টানা কয়েকদিন ঝড়ের গতিতে বাড়ার পর পেঁয়াজের বাজার কিছুটা নিম্নমুখী। পাইকারি বাজারে কেজিতে প্রায় একশ’ টাকা কমেছে দাম। অবশ্য খুচরা বাজারে দাম কমার গতি কম।

Exit mobile version