Site icon Jamuna Television

কন্যা সন্তানের বাবা হলেন তামিম

পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের জনক হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি কার্ডে মেয়ের নাম লিখে পোস্ট করেছেন তিনি।

পোস্ট করা কার্ডটি থাইল্যান্ডের হাসপাতাল বুমরুনগার্ড ইন্টারন্যাশনালের। যেখানে ‘আই এম এ গার্ল’ লেখা সম্বলিত কার্ডটিতে হাতে লেখা তামিমের মেয়ের নাম-মিস আলিশবা ইকবাল খান।

এর আগে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দীকী। তামিম-আয়েশা দম্পত্তির সেই পুত্র সন্তানের নাম আরহাম ইকবাল খান। আর ২০১৩ সালের ২২ জুন দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশা সিদ্দীকীকে বিয়ে করেছিলেন তামিম।

Exit mobile version