Site icon Jamuna Television

অঘোষিত ধর্মঘটে আজও বিভিন্ন জেলায় বন্ধ আছে বাস চলাচল

অঘোষিত ধর্মঘটে আজও বাস চলাচল বন্ধ আছে বিভিন্ন জেলায়। নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে বাস চালাচ্ছে না পরিবহন শ্রমিকরা।

সকাল থেকে খুলনা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলা থেকে গতকালের মতোই বাস চলাচল করছে না। বাস ছাড়ছে না রাজশাহী থেকেও। ময়মনসিংহ থেকেও বাস চলাচল আংশিক বন্ধ হয়ে গেছে।

এদিকে, পরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দেয়া লোকজন। বাস না পেয়ে অনেকে বিকল্প যানবাহনে রওনা দেন। কেউ কেউ আবার ফিরেও গেছেন।

আইনকে চ্যালেঞ্জ করে বাস না চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। যাত্রীদের জিম্মি করে যারা ফিটনেসবিহীন যানবাহন বা লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে চাইছে, তাদের আইনের আওতায় আনার দাবি তাদের।

Exit mobile version