Site icon Jamuna Television

আবর্জনার স্তুপে ফেলে দেয়া হয়েছে ৭০ বস্তা পঁচা পেঁয়াজ

কুমিল্লায় আবর্জনার স্তুপে ফেলে দেয়া হয়েছে ৭০ বস্তা পঁচা পেঁয়াজ।

সোমবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন আবর্জনার স্তুপে এসব পেঁয়াজ ফেলে দেয়া হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, পেঁয়াজের বস্তাগুলো গৌরীপুর বাজারের ব্যবসায়ী, ভাই ভাই এন্টারপ্রাইজের।

ওই প্রতিষ্ঠানের লোকজনের দাবি, মিয়ানমার থেকে আনা পেঁয়াজ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পচে যায়।

Exit mobile version