Site icon Jamuna Television

অবৈধ ভবন নির্মাণের অভিযোগে ধানমন্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান

অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজউক। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামানের নেতৃত্বে ধানমন্ডি-১৫ তে অভিযান চালানো হয়।

তিনি জানান, ৬ তলার অনুমোদন নিয়ে ৯ তলা ভবন নির্মাণ করেছে হাউজিং কোম্পানি বিডিডিএল। দুদফা নোটিশ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও কাজ চালু রাখায় এ অভিযান চালানো হয়।

এদিকে বিডিবিএলের আইনি উপদেষ্টা জানান, ভবন নির্মাণ ও উচ্ছেদ কার্যক্রমের ওপর হাইকোর্টের নির্দেশ আছে। তবে রাজউক সেই নির্দেশ অমান্য করে অভিযান পরিচালনা করছে যা আদালত অবমাননা।

বিডিডিএল আদেশের মূল কপি দেখাতে পারেনি, তাই অভিযান চলছে বলে জানিয়েছেন রাজউক।

Exit mobile version