Site icon Jamuna Television

সাবেক বশেমুরবিপ্রবি উপাচার্যের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের তদন্ত শুরু

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, তদন্ত শুরু করেছে দুদক।

আজ মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের পরিচালক শেখ ফানাফিল্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন। সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা ভর্তি ও নিয়োগ বাণিজ্য, ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন প্রকার ক্রয়সংক্রান্তে অনিয়মের বিষয়ে খোঁজখবর নেন এবং কাগজপত্র সংগ্রহ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ কাজ নিয়েও, ব্যাপকভাবে অনুসন্ধান করেন দুদক পরিচালক। আগামীকালও তদন্ত কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version