Site icon Jamuna Television

দুদকের সহায়তার হাতিয়ে নেয়া দেড় লাখ টাকা ফিরে পেল গ্রাহকরা

লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে হাতিয়ে নেয়া প্রায় দেড় লাখ টাকা গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে দুদক।

দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সভায় টাকা ফেরত দেয়া হয়।

দুদক কর্মকর্তারা জানান, এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ১১ নভেম্বর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে অভিযান চালায় দুদক।

৩৬ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ১ লাখ ৪১ হাজার টাকা আদায়ের সত্যতা মেলে। পরে ঠিকাদার স্বপন বড়ুয়ার সহায়তায় দালালের কাছ থেকে টাকা ফেরত নেয়া হয়।

Exit mobile version