Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারগুলোয় আটক ১ লাখের বেশি শিশু

যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারগুলোয় আটক ১ লাখের বেশি শিশু। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

শিশুদের অনেককেই বিচ্ছিন্ন রাখা হয়েছে অভিভাবকদের থেকে, যা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

জানানো হয়, বিশ্বজুড়ে ১৮ বছরের কম বয়সী ৭০ লাখের বেশি শিশু পুলিশি হেফাজতে কিংবা কারাভোগ করছে। এদের মধ্যে অভিবাসন সম্পর্কিত ডিটেনশন সেন্টারগুলোয় রয়েছে ৩ লাখ ৩০ হাজারের বেশি। শিশু আটকের এ হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

এছাড়া আইএস এর সাথে সম্পর্কিত অন্তত ২৯ হাজার শিশু বন্দী আছে সিরিয়া ও ইরাকে। বিভিন্ন দেশে আটক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত শিশুদের অপরাধী হিসেবে নয়, বরং ঘটনার শিকার হিসেবে বিবেচনার আহ্বান জাতিসংঘের।

Exit mobile version