Site icon Jamuna Television

ভক্তদের দুঃসংবাদ দিলেন পরিণীতি চোপড়া

বলিউড সুন্দরী পরিণীতি চোপড়া শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন। এখন তিনি শুটিং বন্ধ রেখেছেন।

ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে দেখা যাবে তাকে। সেই ছবির শুটিং করতে গিয়েই ভক্তদের দুঃসংবাদ দিলেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন পরিণীতি। সেখানে তিনি জানিয়েছেন তার অসুস্থ হওয়ার খবর।

গত শনিবার টুইটারে দেয়া ওই ভিডিওতে দেখা যায়, তিনি ফিজিওথেরাপিস্টের নির্দেশনা মেনে শরীরচর্চা করছেন। আপাতত শুটিং বন্ধ।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- প্রথম দিনের চিকিৎসা শুরু করলাম। পুরো শরীর শক্ত হয়ে গেছে। আমার ফিজিওথেরাপিস্ট অপূর্বাকে ধন্যবাদ জানাই আমার দেখভাল করার জন্য।

Exit mobile version