Site icon Jamuna Television

অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহার

দীর্ঘ ১০ বছর পর, উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহার করলো সুইডেন। মঙ্গলবার এ বিষয়ক বিবৃতি দেন, রাষ্ট্রীয় কৌসুলি ইভা মেরি পারসন।

তিনি বলেন, অভিযোগ দায়েরের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। দীর্ঘসূত্রতার কারণে সাক্ষীরা অনেক তথ্য ভুলে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে প্রমাণ। একারণেই, তদন্ত বন্ধ ও অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলো। ৭ বাদীর সাক্ষ্যগ্রহণের পরই মামলাটি বন্ধ করা হলো- দাবি পারসনের।

অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১০ সালে, পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ-লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেন। যারমধ্যে ছিলো আফগান ও ইরাক যুদ্ধ সর্ম্পকিত এক লাখ ১৬ হাজার নথি। সেবছরই, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে সুইডেন। গ্রেফতার এড়াতে, ২০১২ সালে তিনি রাজনৈতিক আশ্রয় নেন লন্ডনের ইকুয়েডর দূতাবাসে। বন্দি হওয়ার আগে সেখানেই ছিলেন টানা ৭ বছর।

Exit mobile version